পোরশায় নকল ঔষুধ তৈরির কারখানার সন্ধান, আটক ১

সারাদেশ

নাইম উদ্দীন, নওগাঁ: চার বছর ধরে নওগাঁর পোরশায় নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিলেন ভিলেজ এগ্রোভেট নামে একটি কারখানার মালিক শহিদুল ইসলাম। তিনি উপজেলার নিতপুর বাংগালপাড়ার মাইনুল ইসলামের ছেলে।

নিতপুর স্কুল অ্যান্ড কলেজের পাশের এলাকায় লাইসেন্স নং ৮৯৩ ব্যবহার করে ওই নকল ওষুধের কারখানা পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মূলহোতা শহিদুল ইসলামের সহযোগী তার বড় ভাই রবিউল ইসলাম (৩৮) কে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় বিভিন্ন নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এসব ওষুধ বিভিন্ন মাধ্যমে বাজারজাত করা হতো। শহিদুল ইসলামের নিজ বাড়িতে বিভিন্ন প্রকার নকল ওষুধ তৈরির খবর পেয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে ওষুধ, তৈরির সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।

এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে বলেও তিনি জানান। অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন নওগাঁ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *