শরীয়তপুরে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ

 

আমির হোসেন শরীয়তপুর: “প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ” শীর্ষক এক সেমিনার শরীয়তপুর জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আখতারুজ্জামান। সেমিনারটির সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম।

সেমিনারে আলোচকরা তাদের বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা এই কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *