ভোরের দূত ডেস্ক: সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে দেশে ২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার (২৬৮ কোটি ৫৮ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেপ্টেম্বরের এই রেমিট্যান্স চলতি অর্থবছরের তৃতীয় সর্বোচ্চ মাসিক প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার এবং আগস্টে আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার।
উল্লেখ্য, গত অর্থবছরে (২০২৪-২৫) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি ছিল।