সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর সহকারী পরিচালক (সেবা) নির্বাচিত হলেন সাংবাদিক মশাহিদ আহমদ

সারাদেশ

জালালুর রহমান, মৌলভীবাজার : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর সহকারী পরিচালক (সেবা) সিলেট বিভাগ নির্বাচিত হলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। তিনি জাতীয় দৈনিক আমাদের কন্ঠ, ইংরেজী সংবাদ মাধ্যম “ডেইলী প্রেজেন্ট টাইমস” ও আঞ্চলিক দৈনিক সিলেট বানী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে উক্ত সংগঠনের প্রধান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক (১ অক্টোবর) এক পত্রের মাধ্যমে সাংবাদিক মশাহিদ আহমদ-কে এ দায়িত্ব প্রদান করা হয়। গত ১ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা অফিসে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”নামে একটি পেশাগত অধিকার সংগঠনের আনুষ্ঠানিক যাত্র শুরু হয়। নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক-কে সংগঠনের প্রধান করে ১০১ সদস্য নিয়ে যাত্রা শুরু করা হয়। উল্লেখ্য-৬৪ জেলায় নিপীড়িত ও খুন হওয়া সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে ন্যায় বিচারসহ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ। একইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে যেকোনও সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন সে জন্য কাজ করে যাবে এই সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *