বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে: বিএনপি নেতা রোকন

সারাদেশ

আরেফিন মোহাম্মদ সজীব, শিবচর, মাদারীপুর: বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সব ধর্মের অনুসারীরাই নিরাপদে থাকে এবং তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। অথচ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এই উৎসবকে ঘিরে অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এরা আসলে দেশ ও জনগণের শত্রু।

মঙ্গলবার (৩০ই সেপ্টেম্বর) রাতে তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, শিবচর উপজেলা শান্তি ও সম্প্রীতির শহর। শুধু পূজা নয়, আপনাদের যেকোনো সমস্যা ও সংকটে আমরা পাশে থাকবো। আপনাদের স্বার্থ-অধিকার রক্ষায় বিএনপি সবসময় কাজ করে যাবে। বাংলাদেশের মানুষ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবে—এটাই আমাদের ঐতিহ্য। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি, থাকবো।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো সাম্প্রদায়িক-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বে বিরল। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির উন্নত মডেল। এদেশে সব বিশ্বাস ও ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতি বজায় রেখে পাশাপাশি বসবাস করছে এবং নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে আসছে।’

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জহের গোমস্তা, জিয়া পরিষদের মাদারীপুর জেলার সহ সভাপতি মোঃ সুজন বেপারী, শিবচর পৌর সভার স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মেজবা গোমস্তা, শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ বোরহান খান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মুন্সি, জিয়া পরিষদের পৌরসভা শাখার সভাপতি, মোঃ লিটন গোমস্তাসহ এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *