পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন আহমেদ

রাজনীতি

ভোরের দূত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়ে গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর ফলেই এখন সেখানে জনসংখ্যার হার সমান হয়েছে। আর এই কারণেই তারা (পাহাড়ের কিছু অংশ) এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না।

তিনি বলেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনি ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। তিনি দাবি করেন, ভোটে জিততে পারবে না জেনেই জামায়াত উদ্ভট চিন্তা সামনে এনেছে। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা বিএনপি মেনে নেবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। এ ছাড়া তিনি ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়েও সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *