মাসুম পারভেজ: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে শহর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, সেক্রেটারী জেনারেল মাওলানা জহুরুল হক, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, সহ শহর, সদর ও জেলার বিভিন্ন স্তরের জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।