অনলাইন ডেস্ক: প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন। মাঠে সংবাদ সংগ্রহ করার সময় আপনারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করেন। আপনাদের সুরক্ষা সর্বাগ্রে বিবেচনায় রেখে নিম্নোক্ত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে—
নিরাপত্তা নির্দেশনা
১. ভিড় ও সংঘর্ষ এড়িয়ে চলুন – অতি উৎসাহী হয়ে ভিড় বা সংঘর্ষের মধ্যে প্রবেশ করবেন না। নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি/ভিডিও ধারণ করুন।
২. উঁচু স্থান ব্যবহার করুন – আশেপাশে কোনো ভবন থাকলে সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফুটেজ বা ছবি নিন।
৩. সঠিক অবস্থান বজায় রাখুন – সবসময় রাস্তার একপাশে থাকবেন। কখনোই পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝখানে অবস্থান করবেন না।
৪. নিরাপত্তা সামগ্রী সঙ্গে রাখুন – কাভারেজে বের হলে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন।
৫. একসাথে থাকুন – কখনো একা মাঠে নামবেন না। সহকর্মীদের সঙ্গে থেকে পরস্পরের খোঁজখবর রাখুন।
৬. প্রেস কার্ড ব্যবহারে সতর্ক থাকুন – স্বাভাবিক পরিস্থিতিতে প্রেস কার্ড দৃশ্যমান রাখুন। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনবোধে গোপন রাখুন।
৭. লাইভ সম্প্রচার সচেতনভাবে করুন – লাইভ করার সময় লোকেশন প্রকাশ করবেন না। আগে কন্টেন্ট সংগ্রহ করুন, নিরাপদ স্থানে গিয়ে আপলোড করুন।
৮. সেফ এক্সিট প্ল্যান রাখুন – যেকোনো মুহূর্তে দ্রুত সরে যাওয়ার জন্য কাছাকাছি গলি, নিরাপদ স্থান বা বিকল্প রাস্তার খোঁজ জেনে রাখুন।
৯. প্ররোচনা এড়িয়ে চলুন – কোনো উসকানিমূলক মন্তব্য, বিতর্ক বা প্রতিক্রিয়ায় অংশ নেবেন না। প্রয়োজনে ক্ষমা চেয়ে সরে আসুন।
১০. অফিস ও পরিবারকে আপডেট দিন – নিয়মিত আপনার লোকেশন ও নিরাপত্তা পরিস্থিতি অফিস ও পরিবারকে জানান।
১১. ঝুঁকি কমান – দাঙ্গা, ভাঙচুর বা সংঘর্ষের ফুটেজ যতটা সম্ভব দূর থেকে জুম ব্যবহার করে নিন।
১২. প্রাথমিক চিকিৎসা সঙ্গে রাখুন – ছোট ফার্স্ট এইড কিট, কাপড় বা গ্যাস মাস্ক রাখুন যাতে টিয়ার গ্যাস বা ছোটখাটো দুর্ঘটনা মোকাবিলা করা যায়।
গুরুত্বপূর্ণ স্মরণিকা
👉 মনে রাখবেন, একটি ভালো ফুটেজ হয়তো একদিনের বেশি মানুষের মনে থাকবে না। কিন্তু আপনার শরীরিক ক্ষতি বা প্রাণহানি স্থায়ী হয়ে যেতে পারে। তাই সংবাদ সংগ্রহের সময় নিজেকে এবং নিজের পরিবারকে অগ্রাধিকার দিন। দায়িত্বশীল সাংবাদিকতা মানেই নিরাপদ সাংবাদিকতা।
বি:দ্র: বিজ্ঞপ্তিটি সকলের জন্য উম্মুক্ত। যে কেউ এটি পোস্ট করে সাংবাদিক বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সচেতনতা তৈরিতে সহযোগিতা সহযোগিতা করতে পারেন।