আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার দপ্তর পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিতে ব্যবসা চালিয়ে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনলাইন ট্রাভেল কোম্পানি যেমন এয়ারবিএনবি, বুকিং ডট কম, এক্সপেডিয়া ও ট্রিপ অ্যাডভাইজারের নামও রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর তাদের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। সেখানে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক আদালতের নজরে অবৈধ ঘোষিত এলাকায় কার্যক্রম চালাচ্ছে। তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠান ইসরায়েলি মালিকানাধীন হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানিতে নিবন্ধিত বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে।
২০২৩ সালের জুনের পর থেকে সর্বশেষ হালনাগাদে ৬৮টি নতুন কোম্পানি তালিকায় যুক্ত করা হয়েছে। একই সময়ে সাতটি কোম্পানির নাম তালিকা থেকে সরানো হয়েছে। এতে আছে যুক্তরাজ্যে নিবন্ধিত অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান ওপোডো এবং স্পেনে নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্ট ইড্রিমস।
তালিকাভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের বেশির ভাগই নির্মাণ, আবাসন, খনিজ ও খনি খাতের সঙ্গে যুক্ত। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণে এসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আরও ৩০০টির বেশি প্রতিষ্ঠান পর্যালোচনার আওতায় রাখা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেছেন যে, সংঘাতপূর্ণ পরিবেশে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের কার্যক্রম মানুষের অধিকার লঙ্ঘনে ভূমিকা রাখছে না।
পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীরা সরকারি সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে, ভয়ভীতি সৃষ্টি করছে, সাধারণ মানুষকে হত্যা করছে এবং পরিবারগুলোকে বাস্তুচ্যুত করছে। মানবাধিকার সংস্থাগুলো এসব কর্মকাণ্ডকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে।
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণ করে আসছে। সেখানে সড়ক, প্রাচীর ও চেকপোস্ট নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনিদের চলাচল সীমিত করা হচ্ছে।
তালিকাটি এমন সময়ে প্রকাশ করা হলো যখন পশ্চিম তীরের অবৈধ দখল ও গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বেড়েই চলছে।