সন্দ্বীপে পেলিশ্য ইউনিটি ক্লাবের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাম্পাস

ইলিয়াস সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম): ছাত্র-ছাত্রীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সন্দ্বীপে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) মগধরা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করে পেলিশ্য ইউনিটি ক্লাব।

আয়োজনে অংশগ্রহণ করে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট ১০৩ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সভাপতি হাফেজ মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক একরামুল আজিম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরিফ শাহাজাদা ও মুজিব দ্দৌলা আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান মিদুল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আল আমিন রবিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফাহিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহির আলম মান্না, আইন সম্পাদক ওমর ফারুক, স্বাস্থ্য সম্পাদক রবিউল হাসান সাব্বির, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, ধর্ম সম্পাদক হাফেজ নুরুল আহাদ, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল প্রমুখ।

আয়োজকেরা জানান, এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা বাড়াতে সহায়ক হবে। ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এমন আয়োজন করে যেতে আগ্রহী বলেও জানান ক্লাবের সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *