ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দৌড়ে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতৃত্ব

রাজনীতি

ভোরের দূত ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের এক-তৃতীয়াংশই তরুণ হওয়ায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তরুণ ভোটারদের আকৃষ্ট করতে অপেক্ষাকৃত তরুণদের প্রার্থী মনোনয়নে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর ফলে বিএনপির অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং বিগত আন্দোলনে অংশগ্রহণের মতো মানদণ্ড যাচাই করে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে।

সাবেক ও বর্তমান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ৫০ জন নেতা ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনি এলাকায় জোরেশোরে প্রচার চালাচ্ছেন।

ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ-৪ আসন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

নরসিংদী-৩ আসন: ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

নরসিংদী-৪ আসন: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।

নরসিংদী-৫ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

টাঙ্গাইল-১ আসন: জোবাইর আল মাহমুদ রিজভী। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।

টাঙ্গাইল-৫ আসন: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি ও পরবর্তীতে যুবদলের সভাপতি পদে ছিলেন।

ঢাকা-৭ আসন: ইসহাক সরকার মনোনয়ন দৌড়ে আছেন। তিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে যুবদলেও সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

টাঙ্গাইল-৩: ঢাকা বিশ্ববিদ্যারয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির।

ঢাকা-১০ আসন: ঢাকা বি্শ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম মনোনয়ন দৌড়ে রয়েছেন। তিনি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

ঢাকা-১৫ আসন: যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান মনোনয়ন চাইছেন। তিনি যুবদলের সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন।

ঢাকা-১৮ আসন: যুবদলের সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর নির্বাচন করতে চান।

সিলেট বিভাগ

হবিগঞ্জ-১ আসন: যুক্তরাজ্য যুবদলের সাবেক নেতা তালহা চৌধুরী।

মৌলভীবাজার-১ আসন: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু।

সুনামগঞ্জ-১ আসন: কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-৩ আসন: ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।

নোয়াখালী-৫ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপিত বজলুল করিম চৌধুরী আবেদ।

ফেনী-১: যুবদল ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এই আসন থেকে ভোট করতে চান।

লক্ষ্মীপুর-৩: ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মনোনয়ন অনেকটাই নিশ্চিত।

খুলনা বিভাগ

খুলনা-৩ আসন: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ফজলুল হক হল ছাত্রদল কর্মী হিসাবে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। এরপর হল কমিটির সহ-সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত জিএস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুবার সহ-সভাপতি ছিলেন।

খুলনা-৪ আসন: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এই আসন থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে। তিনি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন।

ঝিনাইদহ-২: ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান আলিম এই আসন থেকে ভোট করতে চান।

ঝিনাইদহ-৪ আসন: ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এই আসন থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি পদে রয়েছেন।

যশোর-৬ আসন: ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ যশোর ৬ আসন থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন।

কুষ্টিয়া-১ আসন: শরীফ উদ্দিন জুয়েল। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাগুরা-২ আসন: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। ব্যতিক্রমী স্লোগান দিয়ে তিনি আলোচনায় এসেছেন।

সাতক্ষীরা-১ আসন: সাবেক ছাত্রদল নেতা ও দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এছাড়াও তিনি দিনকালের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাতক্ষীরা-৩ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মির্জা ইয়াছিন আলী।

সাতক্ষীরা-৪ আসন: ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।

বরিশাল বিভাগ

বরিশাল-৪ আসন: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বরিশাল-২ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

ভোলা-৪ আসন: যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

পিরোজপুর-৩ আসন: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।

পটুয়াখালী-৩ আসন: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন নির্বাচন করতে চান।

ঝালকাঠি-২ আসন: মাহবুবুল হক নান্নু। তিনি যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জ-৫ আসন: ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম মনোনয়ন দৌড়ে রয়েছেন।

পাবনা-৩ আসন: কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন।

রাজশাহী-৩ আসন: জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

বগুড়া-৫ আসন: ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

সিরাজগঞ্জ-৬ আসন: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গোলাম সারওয়ার।

ময়মনসিংহ বিভাগ

নেত্রকোনা-৫ আসন: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ ইমরান।

ময়মনসিংহ-৬: সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা করিম সরকার মনোনয়ন পেতে চান।

ফরিদপুর বিভাগ (সাংগঠনিক)

ফরিদপুর-৩ আসন:  যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু।

ফরিদপুর-৪ আসন: শহীদুল ইসলাম বাবুল। তিনি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে কৃষক দলের সাধারণ সম্পাদক।

মাদারীপুর-৩: ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

গোপালগঞ্জ-৩: স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানী।

গোপালগঞ্জ-২ আসন: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান।

তরুণ এই নেতারা মনোনয়ন দৌড়ে রয়েছেন। তারা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কারও মনোনয়ন নিশ্চিত করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *