খাগড়াছড়ি ৩২ বিজিবি অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির আওতাধীন খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে শুক্রবার সকালে খাগড়াছড়ি ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান উদ্দিন কবির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে বিজিবির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

বিজিবি অধিনায়ক জানান, দুর্গাপূজার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি খাগড়াছড়ি সদর উপজেলার শ্রী শ্রী রামকৃঞ্চ মন্দির পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *