‘পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটছে অন্তর্বর্তী সরকার’

রাজনীতি

ভোরের দূত ডেস্ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ‘পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে’। তিনি সতর্ক করে দেন যে, সরকারের কারও কারও মধ্যে ‘ছোট ছোট হাসিনা হয়ে উঠার কর্তৃত্ববাদী প্রবণতা’ দেখা যাচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করুন’ স্লোগানে অনুষ্ঠিত জাতীয় যুব কনভেনশনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। কনভেনশনে সারা দেশ থেকে আট শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সাইফুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে তরুণ যুবারা দ্রোহের যে আগুন জ্বালিয়ে দিয়েছিল, গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে।

তিনি বলেন, তরুণ-যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে। গণ-অভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে।

সাইফুল হক অভিযোগ করেন, অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসহ নানা অপকাজে ব্যবহার করে আসছে।

এই অবস্থার পরিবর্তনে তরুণ যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানান এই বামপন্থি নেতা। তিনি আশা প্রকাশ করেন, তরুণ-যুবারা কোনোভাবেই তাদের প্রতিবাদ-প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেবে না।

সাইফুল হক অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, তাদের ‘জানা অজানা অ্যাজেন্ডা গুটিয়ে এনে’ বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় মনোযোগ দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। তিনি সতর্ক করে দেন যে, ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ অভূতপূর্ব বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে।

যুব কনভেনশনে আরও বক্তব্য দেন কবি মোহন রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশরেকা অদিতি হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী বহ্নিশিখা জামালী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *