পুকুর থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সারাদেশ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বোরহান হুজুরের মাদ্রাসার পাশের পুকুরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের হাত ও পা পেছনে বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।”

ওসি আরও জানান, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে মুখের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আশপাশের থানাগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *