আকিমুল ইসলাম সাজু কোটচাঁদপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার তালসার গ্রামে এ কর্মশালার আয়োজন করে উপজেলা কৃষি অফিস, কোটচাঁদপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান। সভাপতিত্ব করেন মইদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষকদের সচেতন হতে হবে সার ও কীটনাশক ব্যবহারে। প্রয়োজনের অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয় এবং উৎপাদন ব্যয় বেড়ে যায়। জৈব সার ও ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, কৃষকদের সংগঠিত করে আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে। এর ফলে কৃষকের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ১২৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।