লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু

সারাদেশ

রয়িসুল সরকার রোমন, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোরত আলী (৫৫) নামের এক অটো চালকের মৃত্যু হযেছে।

শনিবার(২০সেপ্টেম্বর) সকালে অটোরিকশা চার্জ থেকে খুলতে গেলে ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,সোরত আলী আদিতমারী উপজেলার মিলন বাজার খারুভাঞ্জ এলাকার মৃত বেলাল হোসেনের বড় ছেলে

সোরত আলী পেশায় একজন অটো চালক,তিনি প্রতিদিন অটো চালার পর বাড়ীতে ফিরে, অটো চার্জে দেন। প্রতিদিনের মতো সোরত আলী সকাল ৯ টায় তার নিজ বাড়ীতে অটোচার্জ থেকে খোলার সময় অসাবধানতার বশতঃ তার হাতে বিদ্যুৎ শক লাগলে সে মাটিতে পরে যায়।

পাশেঁ দাঁড়িয়ে থাকা তার স্ত্রী মন্জুয়ারা তার অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে তার চিৎকারে পাঁশের লোকজন ছুটে এসে তৎক্ষনাৎ সোরত কে আদিতমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার সোরত আলী কে পরিক্ষা করে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ
আলী আকবর সাথে মুঠোফোনে আলোচনা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় একটি ইউ,ডি, মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *