আবু সালেহ মোঃ হামিদুল্লাহ কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানা,মডেল থানার ওসি তরিকুল ইসলাম,আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান মতি,মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক,বনগ্রাম ইউপির চেয়ারম্যান ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ কটিয়াদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ৪৩টি পূজা মণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,কটিয়াদী উপজেলা প্রেস ক্লাব ও কটিয়াদী সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। তাই সবার সহযোগিতায় উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে হবে।”
সভায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলো সঠিকভাবে নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষা, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।