এম এ ইউসুফ আলী, পটুয়াখালী: পটুয়াখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)-এর সহযোগিতায় এবং এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনে জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নের লক্ষ্যে রূপান্তরের ‘আস্থা’ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এ সভা হয়।
সভাটি পটুয়াখালী উন্নয়ন সংস্থা (এসডিএ)-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্লাটফর্মের আহ্বায়ক কে. এম. এনায়েত হোসেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিব রায়হান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, পটুয়াখালী জেলা প্রশাসন) এবং নুসরাত জাহান এথিনা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনজিও সেল)।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নীনা আফরিন নিনা, হুমায়ুন কবির, আবদুল কাইউম, তুষার হালদার, সাফায়েত হোসেন, এম এ ইউসুফ আলী, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আবদুল কাদের, পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুর রব মিয়া, জেলা শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি শ. ম. দেলোয়ার হোসেন দিলিপ, সুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা, সাংস্কৃতিক কর্মী রুমা রানী দে, কে. এম. জাহিদ হোসেন প্রমুখ।
সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনার ধারাবাহিকতায় সিদ্ধান্ত হয়—পটুয়াখালী সরকারি মহিলা কলেজে নতুন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ও সচেতনতামূলক সভা আয়োজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে “আগামী নির্বাচন ও আমাদের ভাবনা” শীর্ষক সভা এবং জেলা নির্বাচন অফিসারের সাথে নির্বাচনকেন্দ্রিক পরামর্শ সভা করা হবে।