ঠাকুরগাঁওয়ে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর পরিবার সর্বশান্ত  

স্বাস্থ্য

মোস্তাফিজুর রহমান আকাশ,ঠাকুরগাঁও: ভুল চিকিৎসার অভিযোগ এনে ঠাকুরগাঁও সিভিল সার্জনেট কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে ভুক্তভোগী এক পরিবার। অভিযোগ উঠেছে  ডা. হামিদুর রহমানের  বিরুদ্ধে। ভুল চিকিৎসার শিকার হয়েছেন লাভলী আক্তার নামে এক রোগী, যাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়।

​লাভলী আক্তারের স্বামী রফিকুল ইসলাম  অভিযোগ করে বলেন গত ৮/০৭/২৫ তারিখে  ঠাকুরগাঁওয়ের নিউ স্কয়ার হাসপাতালের কর্তব্যরত ডা. হামিদুর রহমানের তত্ত্বাবধানে আমার স্ত্রীর আ্যাপেন্ডি সাইড এর অপারেশন করা হয়। 

 তিনি বলেন আ্যাপেন্ডীজ সাইড এর অপারেশন ভূল করে নাড়ি কেটে ফেলার  কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পুনরায় চিকিৎসক এবিএম হামিদুর রহমানের কাছে গেলে তিনি রংপুর মেডিক্যালে ভর্তির পরামর্শ দিলে  লাভলী আক্তারকে বাধ্য হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই সেখানে তিন দিন চিকিৎসা শেষে রোগীর অবনতি ঘটলে রংপুর  শহরের জনতা ক্লিনিকে  নিয়ে যেতে হয়, যেখানে তার পুনরায় চিকিৎসা করা হয়। এসময় রফিকুল ইসলাম বলেন স্ত্রীর পূনরায় চিকিৎসা করতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকা যোগাড় করতে আমার ভিটে মাটি বিক্রি করতে হয়েছে। 

​এই ঘটনায় রোগীর পরিবার শুধু আর্থিক ক্ষতির শিকারই হয়নি, শারীরিক ও মানসিক দুর্ভোগেরও শিকার হয়েছে। তাই তারা ঠাকুরগাঁও সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে ভুল চিকিৎসার কারণে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

​এ বিষয়ে  নিউ স্কয়ার হাসপাতালের মালিক শাহিন ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন অপারেশন তো ডাক্তার হামিদুর রহমান করছেন ভূল অপারেশন করলে সেটা তার একান্ত বিষয় আমার হাসপাতালে শুধু নার্সিং সেবা দেওয়া হয়েছে। 

চিকিৎসক এবিএম হামিদুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনারা অযথা সময় নষ্ট করতেছেন, রোগীর অপারেশন ভূলের বিষয় জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে চায়নি।

ঠাকুরগাঁও সিভিল সার্জন মোঃ আনিসুর রহমানের সাথে মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন লাভলী আক্তার নামের এক রোগীর ভূল চিকিৎসা বিষয় ডাঃ এবিএম হামিদুর রহমান বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি, একটি তদন্ত কমিটি গঠন করা হবে , তারপর অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনা স্থানীয় স্বাস্থ্যসেবা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *