ভোরের দূত ডেস্ক: গরমে হঠাৎ এক গ্লাস ঠান্ডা পানি খেলেন, কিন্তু কিছুক্ষণ পরই আবার মনে হলো গলা শুকিয়ে যাচ্ছে? প্রচুর পানি খেলেও যদি তৃষ্ণা না মেটে—তাহলে সেটি শুধু গরমের কারণে নয়, শরীর অন্য কোনো সংকেতও দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক বা অতিরিক্ত তৃষ্ণার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিসে শরীর গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে, ফলে পানি ঘাটতি দেখা দেয় ও তৃষ্ণা বেড়ে যায়। এর পাশাপাশি গর্ভাবস্থা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত লবণ বা মসলাযুক্ত খাবার খাওয়া, এমনকি পানিশূন্যতা (ডিহাইড্রেশন) থেকেও এ সমস্যা হতে পারে।
এ ছাড়া বিরল কিছু কারণ যেমন ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস (DKA), সিকল সেল অ্যানিমিয়া, সাইকোজেনিক পলিডিপসিয়া কিংবা রক্তক্ষরণ থেকেও অতিরিক্ত তৃষ্ণা দেখা দিতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
- প্রতিদিন বারবার তৃষ্ণা লাগা
- পর্যাপ্ত পানি খেলেও গলা শুকিয়ে যাওয়া
- ঘন ঘন প্রস্রাব হওয়া
- ক্লান্তি, ওজন কমে যাওয়া, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ থাকলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
চিকিৎসক সাধারণত রক্তের শুগার ও ইউরিন টেস্ট করতে বলেন, যাতে আসল কারণ জানা যায়। তাই শরীরের সিগন্যাল এড়িয়ে যাবেন না। পর্যাপ্ত পানি পান করুন, তবে তৃষ্ণা যদি অস্বাভাবিক হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।