ভোরের দূত ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। নিহত সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, কার্জন হলের ভেতরে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। সঙ্গে থাকা সাংবাদিকরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা—তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। তাঁর বাবার নাম এ কে এম শাহিদুল্লাহ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় তিনি পরিবারসহ বসবাস করতেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।