মুহাম্মদ ফয়সাল,আনোয়ারা চট্টগ্রাম: প্রতিটি নতুন সূর্যোদয় নিয়ে আসে এক নতুন দিনের বার্তা, এক নতুন আশার আলো। আর এই চিরন্তন সত্যকে ধারণ করে, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কাফকো সেন্টারে যেন আলোর প্রদীপ জ্বেলেছে একটি ছোট্ট দ্বীনী প্রতিষ্ঠান— ‘মারকাজুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা’। মাত্র কয়েক বছরের ব্যবধানে, এটি আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক উজ্জ্বল সাফল্যের প্রতীকরূপে।
এই সাফল্যের পেছনে রয়েছেন একজন স্বপ্নদ্রষ্টা, একজন নিবেদিত প্রাণ আলেম—প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কারিম সাহেব (হাফিযাহুল্লাহ)। তিনি শুধু একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেননি, বরং হৃদয়ে ধারণ করেছিলেন নববী তরবিয়তের আলোয় আলোকিত একটি পরিপূর্ণ দ্বীনী শিক্ষাকেন্দ্রের স্বপ্ন। মারকাজুস সুন্নাহ তারই পবিত্র স্বপ্নের জীবন্ত ফসল।
প্রতিষ্ঠালগ্ন থেকেই মারকাজুস সুন্নাহ তার ব্যতিক্রমীতার প্রমাণ দিতে শুরু করে। বিশ্বাস করা কঠিন হলেও, প্রতিষ্ঠার প্রথম বছরেই এই মাদ্রাসা অংশগ্রহণ করে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায়—আর আশ্চর্যজনকভাবে সাফল্য অর্জ