ভোট সুষ্ঠু হলে ফল মেনে নেবেন ছাত্রদল সভাপতি

ক্যাম্পাস রাজনীতি

ভোরের দূত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট না থাকায় কিছু সমস্যার মুখে পড়তে হয়েছে। এছাড়া একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

আজ সকাল ৮টা থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *