সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ডাকাতসহ ৬ জন আটক, অস্ত্র-মাদক উদ্ধার

অপরাধ

বিপ্লব মল্লিক, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ কোস্ট গার্ডের তিনটি পৃথক অভিযানে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় ডাকাত দলের সহযোগী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, কার্তুজ, ইয়াবা, গাঁজা ও নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় কুখ্যাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা ও চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটকরা হলেন— খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা বিল্লাল হোসেন (২৫), রবিউল শেখ (৩২), জিন্নাত হাওলাদার (৩৫) ও কালাম গাজী (২৪)।

পরে রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী শ্যামনগরের মহসিন কলেজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করে। এসময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনার লবনচরা এলাকায় চারটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের উপকূলীয় এলাকা ও সুন্দরবনকে দস্যু ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *