হাতীবান্ধায় ১৪৯ বোতল ফেনসিডিলসহ আটক ২

সারাদেশ

সোহাগ হোসেন শান্ত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার বড়খাতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আদিতমারী উপজেলার মদনপুর এলাকার স্বপন ইসলাম (১৯) এবং পীরগাছা উপজেলার আরজি চালানিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, পাটগ্রাম থেকে একটি পাথরবোঝাই ট্রাকে করে মাদকদ্রব্য হাতীবান্ধার দিকে আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়খাতা রেলগেট এলাকায় রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৪-৮৮৬৮ ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি সাঈদ হোসেন বলেন, রংপুর রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ আবু তোরাফ স্যারের দিকনির্দেশনায় হাতীবান্ধা হাইওয়ে থানার একটি টিম অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *