আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্নচর উপজেলার সুনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয় ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। সংগঠনটির সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য আমিনুর রহমান নাহিদের সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টাগণ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, অপরাপর সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চর জব্বর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাব ইন্সপেক্টর প্রিয়তাষ। বক্তব্যে তিনি ফ্রেন্ডা একতা ফাউন্ডেশনের নানা সামাজিক ও সচেতনামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রুখতে এবং মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান এবং যেকোনো ভালো কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। বক্তব্যে তিনি ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীদের সেবা দেওয়া, বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের বর্ণনা প্রদান করেন। আগামীতেও এমন স্বেচ্ছাসেবী কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সবার সহযোগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাইতুস সাইফ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মনিরুজ্জামান জিহাদী, মরহুম আব্দুল মতিন মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসাইন, উত্তর বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ লোকমান হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে সংগঠনির তিনজন সেরা স্বেচ্ছাসেবী ও তিনজন শীর্ষ রক্তদাতার হাতে সম্মাননা ক্রেস্ট ও ফলজ চারা গাছ তুলে দেন অতিথিরা। এ সময় অপরাপর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা উপহার প্রদান করা হয় এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।