ভোরের দূত ডেস্ক, চট্টগ্রাম: মুসলিম উম্মাহর শত বছরের শ্রেষ্ঠ রাহবার, ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত, হুজ্জাতুল ইসলাম হযরত আল্লামা কারি মুহাম্মাদ ইলয়াছ মাকুলি জমিরী রহ.-এর দর্শন ও চিন্তাধারা নিয়ে আয়োজিত স্মরণসভা সফল করার লক্ষ্যে প্রথম প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (চট্টগ্রাম-৮, চান্দগাঁও-বোয়ালখালী) জনাব ডা. মুহাম্মদ আবু নাছের।
সভাটি পরিচালনা করেন হুজুরের নাতি মুহাম্মাদ আইনান ইকবাল।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব রাইছুর রহমান চৌধুরী তিতু, উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ এ এ রেজাউল করিম চৌধুরীর সন্তান জনাব আজিজুল করিম চৌধুরী, গ্রামীণ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার ও লেখক জনাব জাকারিয়া হাবিব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, হুজুরের জামাতা জনাব মুহাম্মদ আরিফ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইসমাইল এবং জনাব মুহাম্মদ মুছলেম প্রমুখ।
সভায় ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হযরত আল্লামা কারি ইলয়াছ মাকুলি জমিরী রহ.-এর মুসলিম উম্মাহর জন্য অবদান, তাঁর জ্ঞান-প্রজ্ঞা ও চিন্তাধারার তাৎপর্য স্মরণ করা হয়।
এছাড়া, তাঁর দর্শন ও চিন্তাধারা বিষয়ক দ্বিতীয় স্মরণসভা দ্রুত আয়োজন, হুজুরের অপ্রকাশিত কিতাবসমূহ প্রকাশ, স্মরণসভার জন্য একটি মেমোরিয়াল লেকচার প্রণয়ন, অতিথি তালিকা নির্ধারণ ও দাওয়াত প্রদানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভার শেষ অংশে হুজুরের আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘটে।