শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে

সারাদেশ

নাঈম ইকবাল, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কৃত হয়েছে ৮৮ শিশু-কিশোর। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে আলকরা ইউনিয়নের কুলাসার মাদ্রাসা মাঠে কুলাসার একতা সংঘের উদ্যোগে ও প্রবাসী কল্যাণের সার্বিক সহযোগিতায় এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

পুরস্কারের মধ্যে ৮ জন পেয়েছে বাইসাইকেল এবং বাকি ৮০ জনকে দেওয়া হয় স্কুলব্যাগ, খাতা ও কলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রফেসর মোস্তফা কামাল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন মিশাদ।

আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম বলেন, “শিশু-কিশোরদের মসজিদমুখী করতে গ্রামের ৮টি মসজিদে ১০ থেকে ২০ বছর বয়সীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রথমে ২০০ জন নামাজ পড়া শুরু করে, শেষ পর্যন্ত ৮ জন বাইসাইকেল পুরস্কার জিতে নেয়।”

প্রতিযোগিতার শর্ত অনুযায়ী ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে হয় এবং প্রতিবার ইমাম হাজিরা নিতেন। এতে শুধু শিশু-কিশোররাই নয়, তাদের অভিভাবকরাও নিয়মিত মসজিদে আসতে শুরু করেন।

স্থানীয়রা জানান, এই আয়োজনের ফলে শিশু-কিশোরদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ বেড়েছে, পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলবে।

কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন বলেন, “এই প্রতিযোগিতার কারণে মসজিদে ভরপুর মুসল্লির উপস্থিতি ছিল। শিশু-কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবকরাও নামাজ পড়তে আসতেন। ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *