২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন: নাম ‘ট্রায়োন্ডা’

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের সর্ববৃহৎ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য অফিসিয়াল ম্যাচ বলের নাম উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রায়োন্ডা’ (TRIONDA), যার স্প্যানিশ অর্থ ‘তিনটি তরঙ্গ’।

জার্মানির হার্জোগেনাউরাখ শহরে বৃহস্পতিবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই বলের নাম প্রকাশ করা হয়।

ফিফা জানিয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বলটি তিন আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে ‘ট্রায়োন্ডা’।

বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে, যা এর উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। এর নকশায় কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়। খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই বল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত।” তিনি আরও বলেন, অ্যাডিডাস আরেকটি আইকনিক বিশ্বকাপ বল তৈরি করেছে, যা আয়োজক দেশগুলোর ঐক্য ও আবেগকে প্রতিফলিত করছে। ইনফান্তিনো এই সুন্দর বলটিকে জালে ঢুকতে দেখার জন্য অপেক্ষা করতে পারছেন না বলেও জানান। সূত্র: ফিফা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *