সাভার (ঢাকা) প্রতিনিধি: বিশ্ব নদী দিবস উপলক্ষে সাভার উপজেলার উদ্যোগে। সামাজিক সংগঠন “তরী বাংলাদেশ”-এর সাভার উপজেলা শাখা পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নদী ও প্রকৃতি সুরক্ষায় নিবেদিত এ সামাজিক আন্দোলনের কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহাসান কবির, সাভার কলেজের অধ্যাপক প্রফেসর সালেহ আহমেদ, মোস্তফা কামাল, হান্নান মিয়া, রেজাউল করিম, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, ফজলুর রহমান, অপন কুমারসহ আরো অনেকে।
বক্তারা বলেন, “নদী বাঁচাও, দেশ বাঁচাও” এই অঙ্গীকারকে সামনে রেখে তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে নদী রক্ষা, খাল খনন, পানি দূষণ প্রতিরোধ ও নদী ভরাট রোধে কার্যক্রম চালিয়ে আসছে। দেশের নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, পুকুর-জলাশয়সহ পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করাই সংগঠনটির প্রধান লক্ষ্য।
নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী রক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে বক্তারা সবার প্রতি আহ্বান জানান নদী ও প্রকৃতি সুরক্ষার আন্দোলনে প্রত্যেকে যেন সম্পৃক্ত হন।