যে সাধারণ জিনিস কমিয়ে দিতে পারে আপনার ওয়াইফাই স্পিড

সোশ্যাল মিডিয়া

বিবিধ ডেস্ক: অনেকেই ঘর সাজাতে ও পরিবেশ ভালো রাখার জন্য ইনডোর গাছ রাখেন। তবে সম্প্রতি দেখা গেছে, এই গাছও ওয়াইফাই সংযোগের গতিকে প্রভাবিত করতে পারে।

একটি ব্রডব্যান্ড গবেষণায় দেখা গেছে, গাছপালার ভেজা মাটি এবং মোটা পাতা ওয়াইফাই সিগন্যালকে আংশিকভাবে শোষণ বা প্রতিফলিত করে। এর ফলে নেটওয়ার্কের গতি ধীর হয়ে যায়। গবেষকরা জানিয়েছেন, রাউটারকে গাছ থেকে সরালে ইন্টারনেটের স্পিড উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

তবে গাছই একমাত্র সমস্যা নয়। ঘরের দেয়াল, ছাদ বা পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কও সিগন্যাল দুর্বল করতে পারে। তাই ধীর নেটের সমস্যায় প্রথমেই রাউটারের অবস্থান পরিবর্তন করা উচিত।

রাউটার বসানোর কিছু উপায়:

ঘরের মাঝামাঝি স্থানে রাখুন, যাতে সিগন্যাল সমানভাবে ছড়িয়ে যায়।

এক কোণে রাখলে ঘরের একদিকের সিগন্যাল দুর্বল হতে পারে।

যতটা সম্ভব রাউটার উঁচু স্থানে রাখুন, কারণ সিগন্যাল নিচের দিকে শক্তিশালীভাবে যায়।

সঠিক অবস্থানেই রাখলেই ওয়াইফাইয়ের গতি অনেকাংশে উন্নত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

১ thought on “যে সাধারণ জিনিস কমিয়ে দিতে পারে আপনার ওয়াইফাই স্পিড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *