লালমনিরহাট প্রতিনিধি: ফায়ার সার্ভিসের টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কাছারী পাড়া এলাকায় মেসার্স ফারিয়া স্টোরের একটি গোডাউনে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, প্রথমে ধোঁয়া দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
গোডাউন মালিক মো. হারিছ মিয়া জানান, তিনি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় পণ্য সরবরাহ করতেন। অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩৫ থেকে ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
