বান্দরবানের লামায় প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে মতবিনিময়

সারাদেশ

আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান: যথাযথ মর্যাদায় বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালনের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাগল খাইয়া জেয়ারামা বৌদ্ধ বিহারে পার্বত্য ভিক্ষু পরিষদের লামা উপজেলা শাখার সভাপতি ভদন্ত জয় বংশ মহাথের’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। পার্বত্য ভিক্ষু পরিষদের লামা, আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলার আহবায়ক ও জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দ মালা ভিক্ষু’র সঞ্চালনায় মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন- উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন ও প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া এতে বিশেষ অতিথি ছিলেন। পার্বত্য ভিক্ষু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু, হেডম্যান, কারবারী ও দায়ক দায়িকারা অংশ গ্রহণ করেন।

আগামী ৫ অক্টোবর থেকে এ উৎসব শুরু হয়ে ৭ অক্টোবর শেষ হবে। শান্তিপুর্ণভাবে উৎসব পালনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় বলে জানান, পার্বত্য ভিক্ষু পরিষদের লামা, আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলার আহবায়ক উ. নন্দ মালা মহাথের। তিনি উৎসব পালনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতাও কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *