ভোরের দূত প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ার শেষ সময়সীমা আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, আজকের পর আর কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।
চতুর্থ ও চূড়ান্ত ধাপে যেসব শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের আজকেই নির্বাচিত কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই ধাপের বাইরে আর কোনো নতুন তালিকা প্রকাশ বা সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড।
গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ ধাপে ১৬৯ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যে পাঁচজন জিপিএ-৫ অর্জন করেছিলেন। অন্যদিকে, ৩৪৮টি কলেজে একজনও ভর্তি হয়নি এবং ১৩টি কলেজে কোনো আবেদন জমা পড়েনি।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে সুযোগ হারাতে হবে শিক্ষার্থীদের। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে শিক্ষার্থীদের দ্রুত কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয়েছে।
এবারও পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনলাইনে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করেছিলেন। ভর্তি ফি অঞ্চলভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে।