কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশে তিন নারী গ্রেপ্তার

জাতীয়

নাঈম ইকবাল, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনন্দপুর সীমান্তের ২১১১/৬ নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম এবং সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোল্লারের মেয়ে সালমা খাতুন।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মিজানুর রহমান এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সীমান্ত টহল দল তিন নারীকে আটক করে। এসময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে ব্যর্থ হন।

বিজিবি সূত্রে জানা যায়, এর আগে গত ১২ সেপ্টেম্বরও একইভাবে তারা ভারতে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন নারীকে আটক করা হয়েছে। মামলা দায়ের শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *