আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ): আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দের প্রস্তুতি চলছিল। কিন্তু উৎসবের দু’দিন আগেই বিষাদ নেমে আসে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামের কার্তিকের পরিবারে। গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে তাদের পুরো বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় ঘরের সব আসবাবপত্র, শস্যভাণ্ডার এমনকি জীবিকার অবলম্বন দুটি গরুও। হঠাৎ করেই উৎসবের আনন্দ হারিয়ে তারা অসহায় হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর থেকে গ্রামের মানুষ, সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, “মানবিক দায়িত্ব থেকেই আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।”
ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধা জানান , ইকরা সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে অসহায় , প্রতিবন্ধী, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এরই আলোকে গত বৃহস্পতিবার দক্ষিণ চকরামপুর গ্রামে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যাই । যা সংবাদ মাধ্যমে আমি দেখতে পাই। এরপর আমাদের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাদের পরিবারের ঢেউটিন প্রদান করা হয়েছে ।