বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজের জীবনকাহিনীতে রয়েছে এক ভিন্ন অধ্যায়। তিনি শুধু চলচ্চিত্রের নায়ক নন, একসময় ছিলেন দেশের গর্ব—বাংলাদেশ বিমানবাহিনীর এক সাহসী সদস্য।
যশোর বিমানবাহিনীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিয়াজ দীর্ঘ প্রশিক্ষণের পর পাইলট হিসেবে যোগ দেন। কর্মজীবনে তিনি একটি জেট ফাইটারে প্রায় ৩০০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেন, যা একজন দক্ষ বিমানসেনার জন্য গৌরবের বিষয়।
তবে ১৯৯৩ সালে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। সেই ঘটনার পর তিনি বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে চাচাতো বোন, জনপ্রিয় নায়িকা ববিতার সহযোগিতায় রিয়াজ চলচ্চিত্রে কাজ শুরু করেন।
এরপরই পাল্টে যায় তার জীবন। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে তিনি একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দেন এবং ধীরে ধীরে ঢালিউডের শীর্ষ নায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।
রিয়াজের এই যাত্রা প্রমাণ করে যে জীবনের কোনো অধ্যায় শেষ হলেও নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আরও বড় সাফল্যের।