বিনোদন প্রতিবেদক: ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এটি মানুষকে সাহসী করে, আবার দুর্বলও বানায়। ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, আবার কখনো শ্বাসরুদ্ধকর যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়। আমাদের সমাজে প্রতিদিন অসংখ্য মানুষ ভালোবাসার নামে প্রতারণার শিকার হয়। কেউ মিথ্যা স্বপ্নে ভর করে সম্পর্ক গড়ে তোলে, আবার নির্মমভাবে সেই সম্পর্ক থেকে সরে যায়—ফেলে যায় অগণিত ক্ষত।
আমি খুঁজছি ঠিক এমনই একজন ভেঙে যাওয়া মানুষকে। যে ভীষণ ভালোবেসেও নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল। যে মিথ্যা সংসারের স্বপ্নে বিভোর ছিল, অথচ এক সকালে ভেঙে গেছে তার সব আশা, যেমন করে ইচ্ছে করে কেউ কাচের আয়না গুড়িয়ে দেয়। সেই মানুষটা রাতের পর রাত বালিশ ভিজিয়ে কেঁদেছে, ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়েছে, অথচ ভালোবাসার বিনিময়ে পাওয়া অবহেলার জবাবে পাল্টা অবহেলা ছুড়ে মারেনি কোনোদিন।
আমি জানি, ভেঙে যাওয়া মানুষই ভালোবাসার প্রকৃত মূল্য বোঝে। কারণ সে জানে, একবার হারিয়ে গেলে ভালোবাসা কেমন অন্ধকার তৈরি করে। সে জানে অবহেলার বিষ কতটা গাঢ় যন্ত্রণা ছড়িয়ে দেয় বুকজুড়ে। তাই ভেঙে যাওয়া সেই মানুষ আর যাই হোক, কাউকে আর কখনো ভাঙাবে না। তার চোখে থাকবে বিশ্বাসের টলোমলো আলো, মুখে থাকবে স্বীকৃতি দেবার তেজ।
আমাদের সমাজে সম্পর্ক ভেঙে গেলে মানুষকে প্রায়ই “ভুলে যাও” পরামর্শ দেওয়া হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভালোবাসায় ঠকে যাওয়া মানুষ সহজে নতুন করে বাঁচতে শেখে না। তারা বিশ্বাস করতে ভুলে যায়, ভালোবাসতে ভুলে যায়। সাময়িকভাবে তারা হয়ে ওঠে এক ধরনের “জীবন্ত লাশ”। তবে সময়ের সঙ্গে সঙ্গে, যখন নতুন করে ভালোবাসার আলো তাদের জীবনে প্রবেশ করে, তখন সেটি হয় আরও গভীর, আরও স্থায়ী।
আমি জানি, সেই ভেঙে যাওয়া মানুষটা অপেক্ষা করতে জানে। ক্লান্তি লুকিয়ে মুচকি হেসে বলতেও পারে—“ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।” কারণ সে জানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি প্রতিজ্ঞা, একটি লড়াই, একটি বেঁচে থাকার অঙ্গীকার।
আমি চাই এমন একজন মানুষকে। যে মিথ্যা সম্পর্কের শৃঙ্খল ছিঁড়ে এসেছে শত কষ্ট নিয়ে। যে প্রতারণার দগদগে ক্ষত বয়ে বেড়ালেও আবারো ভালোবাসার জন্য হৃদয় উন্মুক্ত রাখতে পারে। আমি তার সঙ্গেই বাঁচতে চাই, তার সঙ্গেই নতুন গল্প লিখতে চাই।
কারণ ভেঙে যাওয়া মানুষরাই ভালোবাসার সবচেয়ে বড় শিক্ষক। তারা জানে কীভাবে ভালোবাসাকে আগলে রাখতে হয়, কীভাবে প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হয়। আর তাই আমি বলি—আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার।