মাসুম পারভেজ: মোটা হও কিংবা চিকন—সত্যিকারের ভালোবাসা কখনোই খাবার নিয়ে খোঁটা দেয় না। একজন মানুষ যদি মন থেকে ভালোবাসে, তবে তার কাছে তোমার শরীরের গড়ন, খাওয়া-দাওয়া কিংবা ওজন কোনো ব্যাপার নয়। বরং সে তোমাকে যেমন, তেমন করেই আপন করে নেয়।
তুমি লম্বা হও বা খাটো, ভালোবাসার মানুষ কখনোই তোমার পাশে হাঁটার সময় সংকোচ বোধ করবে না। একসাথে হেঁটে যাওয়ার সময় তার চোখে লজ্জা নয়, বরং থাকবে গর্ব আর স্বস্তি।
যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, সে কাজল-কালো চোখে নয়, তোমার ডার্ক সার্কেলের ভেতরেই মায়া খুঁজে পায়। মেকআপের আড়ালে লুকিয়ে থাকা ব্রণের দাগগুলোতেও সে সৌন্দর্য খুঁজে নেয়। কারণ ভালোবাসা কৃত্রিম সৌন্দর্যের খোলসে নয়, বরং স্বাভাবিকতাতেই টিকে থাকে।
কালো হও কিংবা ফর্সা, ভালোবাসার মানুষের কাছে তুমি-ই শ্রেষ্ঠ সুন্দরী। তার চোখে রঙের ভেদাভেদ নেই, আছে শুধু তোমাকে পাওয়ার আনন্দ। আর ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় অকারণ দ্বিধা থাকে না। তার কাছে তোমার নিরর্থক কথাও হয়ে ওঠে মূল্যবান, কারণ সে মন দিয়ে তোমার প্রতিটি শব্দ শোনে।
প্রতিদিনের শেষে সবাই চায় এমন একজন মানুষকে, যার কাছে গিয়ে ক্লান্তি ঝেড়ে ফেলা যায়, যার সান্নিধ্যে মন খুঁজে পায় শান্তি। সত্যিকারের ভালোবাসা মানে হলো সেই মানুষটির সাথে থাকা, যার উপস্থিতি জীবনকে হালকা আর আনন্দময় করে তোলে।
রূপ আর লাবণ্য ক্ষণস্থায়ী। এগুলো দেখে যে প্রেম হয়, তা কয়েক দিনের মুগ্ধতায় সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু ভালোবাসা ভিন্ন। ভালোবাসা মানে হলো একজন মানুষকে তার সবটা নিয়েই গ্রহণ করা। তার দোষ, গুণ, ব্যর্থতা কিংবা অপূর্ণতাকে বুকে টেনে নেওয়া। ভালোবাসা মানে তাকে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা এবং সারাজীবন আগলে রাখা।