দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) জেলার ছাদবাগান প্রেমিদের জন্য ছিল এক বিশেষ দিন। জেলার খাদ্যসঙ্কট নিরসনে উৎপাদনশীল ছাদবাগান গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত ফেসবুক গ্রুপ ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’ আজ উদযাপন করেছে তাদের প্রথম বর্ষপূর্তি।
উল্লেখযোগ্য এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিকাল ৪টায় অবকাশ সংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দেড় শতাধিক ছাদবাগানী অংশগ্রহণ করেন।
উক্ত ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে দেশি ও বিদেশি বিভিন্ন জাতের ফুল, ফল ও সবজির চারা বিতরণ করা হয়। চারা পেয়ে উপস্থিত গাছপ্রেমিরা আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন। তারা জানান, এ ধরনের আয়োজন একদিকে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে, অন্যদিকে তেমনি উদ্বুদ্ধ করছে আরো মানুষকে ছাদবাগানে আগ্রহী হতে।
উল্লেখ্য, ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’ গ্রুপটি প্রতিষ্ঠা করেন জেলার অন্যতম ছাদবাগানী মুফতী কাজী এনাম। গ্রুপটি শুরুর পর থেকেই জেলায় ছাদবাগান চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের ইভেন্ট আয়োজন করা হবে যাতে জেলার প্রতিটি ছাদ হয় এক একটি সবুজ কৃষিখামার।