বিশ্ব নদী বিবস উপলক্ষে প্রান-প্রকৃতি ও নদী সুরক্ষায় নবীন-প্রবীন নাও যাত্রা

আবহাওয়া

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিশ্ব নদী বিবস উপলক্ষে প্রান-প্রকৃতি ও নদী সুরক্ষায় নবীন-প্রবীন নাও যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫ টায়  নগরীর পদ্মানদীতে  বরেন্দ্র ইয়ুথ ফোরামের আয়োজন ও বারসিকের সহযোগিতায়  এ নাও যাত্রা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজিক আন্দোলন কর্মী মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ এ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস এর সাধারণ সম্পাদক ও পরিবেশ আন্দোলনকর্মী মো: আতিকুর রহমান আতিক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক নাদিম সিনা, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সদস্য হাসিবুল হাসনাত রিজভী, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়াস  সহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠণের নবীন-প্রবীন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে  প্রবীনদের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধা ও সমাজিক আন্দোলন কর্মী মাহমুদ জামাল কাদেরী, বলেন আমরা যখন স্বাধীনতা আন্দোলন করেছি তখন আমাদের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমাদের সেই ঠিকানা হারিয়ে যাচ্ছে,  এই যে আমাদের উল্টো পথ যাত্রায়  এটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং কিভাবে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি এই দাবিটা করা দরকার ছিল  রাজনৈতিক নেতাদের যারা দেশ পরিচালনা করে কিন্তু তাদের কাছে নদী কোন সমস্যা নয় বরং তাদের হাতেই বেশি নদীর মৃত্যু হচ্ছে।

এছাড়াও উপস্থিত নবীনরা  পদ্মা সহ দেশের সকল নদ নদীগুলোর দখল ও দূষণ মুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। উল্লেখ্য  অংশগ্রহণকারীরা ” নদী বাঁচাও, দেশ বাঁচাও ; নদী বাঁচাও, জীবন বাঁচাও;নদীর প্রবাহ, ফিরিয়ে দাও দিতে হবে; পদ্মার প্রবাহ,ফিরিয়ে দাও দিতে হবে; নদী দখল-দূষণ বন্ধ কর, করতে হবে”। এমন বিভিন্ন স্লোগান দেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *