বিএনপি কর্মীর হাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী হেনস্তা : বাউফলে জামায়াতের প্রতিবাদ মিছিল

রাজনীতি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী বিএনপির কর্মীর হাতে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী বাউফল ইউনিয়ন শাখা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল বের করে। এতে তিন সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। মিছিল শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আবু জাফর সিপাই (সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড) বাড়ি ফেরার পথে বিএনপি কর্মী রাসেল হাওলাদারের হাতে শারীরিক হেনস্তার শিকার হন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে জামায়াতের বাউফল ইউনিয়ন শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আঃ সুবহান।

প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মোঃ রেদোয়ান উল্লাহ, বাউফল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলতাফ হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভাপতির বক্তব্যে মাওলানা আঃ সুবহান বলেন,
“আমরা আমাদের ভাইয়ের ওপর হামলার বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *