দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

ভোরের দূত, রাজশাহী: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তাদের মূল দাবিগুলো হলো: ১. জুলাই সনদের আইনি ভিত্তি ২. পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ৩. কাঙ্ক্ষিত সংস্কার ৪. ফ্যাসিবাদের বিচার ৫. লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি

দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

মুহাম্মদ নুরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে।”

তিনি জামায়াতের সংগ্রাম অব্যাহত থাকবে জানিয়ে আরও বলেন:

“আজ একটি গোষ্ঠী বলছে—ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামকে যেতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না।”

তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নীরব ব্যালট বিপ্লব ঘটানোর আহ্বান জানান।

তিনি ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে জনমত তৈরির জোর আহ্বান জানান।

উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশও দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *