দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ছয় দিন পর মিন্নত আলী (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কঙ্কাল সদৃশ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের কাটাখালের উত্তর পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে মিন্নত আলী নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন।
নিহতের ছেলে জুয়েল আহমেদ রানা জানান, শুক্রবার সকালে জমিতে ধানক্ষেতে ওষুধ দিতে গিয়ে আমি কঙ্কাল সদৃশ লাশ দেখতে পাই। পরনের লুঙ্গি ও কাপড় দেখে নিশ্চিত হই এটা আমার বাবার লাশ।
এ ব্যাপারে নাসিরনগর থানার কর্মকর্তা (এসআই) প্রিয়তোষ বাবু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষি জমিতে কাজ করার সময় হিটস্ট্রোক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন মিন্নত আলী। পরে শেয়াল ও কুকুরে মরদেহের মাংস খেয়ে ফেলে। মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে স্থানীয়রা জানান, নিহত মিন্নত আলী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।