চরফ্যাশনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামাতের বিক্ষোভ সমাবেশ।

সারাদেশ রাজনীতি

নাজমুল হুদা,চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা শহরের প্রধান সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোস্তফা কামালের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের সঠিক মতামত প্রতিফলিত হয় না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি চালু করা জরুরি। তারা দাবি করেন, এই পদ্ধতিতে সব দলের আনুপাতিকভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

সমাবেশে স্থানীয় নেতারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয়। এজন্য জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *