ভোরের দূত ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান হওয়ার পরও নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই ঘোষণা দেন। তিনি জানান, হরমোজগান প্রদেশে ‘ইরান হরমোজ’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শিগগিরই শুরু হবে।
ক্ষমতা: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ক্ষমতা হবে ৫,০০০ মেগাওয়াট।
পরিকল্পনা: মোহাম্মদ ইসলামী জোর দিয়ে বলেন, এই প্রকল্পটি ইরানের পারমাণবিক শিল্পের বিস্তৃত কৌশলগত নথিতে উল্লেখিত লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেছেন, যেকোনো ‘পুনর্বহাল’ করা নিষেধাজ্ঞা মোকাবিলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। তিনি বলেন, “তারা স্ন্যাপব্যাকের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মস্তিষ্ক আর চিন্তাই রাস্তা খোলে বা তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না।”
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার সংক্রান্ত প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়।