ব্যাট হাতে শান্তর ৬৫, তবুও সোহানের ঝোড়ো ৯৪-এর কাছে ম্লান!

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: অনাকাঙ্ক্ষিত বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। বর্তমান সভাপতি মোহাম্মদ মিঠুনের খুলনা বিভাগের মুখোমুখি হয়েছিল নাজমুল হোসেন শান্তর রাজশাহী বিভাগ। ম্যাচে ব্যাটে-বলে দ্যুতি ছড়ান শান্ত, তবে ৪৫ বলে ৯৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সব আলো কেড়ে নিয়েছেন হাবিবুর রহমান সোহান। তার অবিশ্বাস্য ইনিংসেই জয় তুলে নিয়েছে রাজশাহী।

ম্যাচের প্রথমার্ধে খুলনার ইনিংসে ঝড় তোলেন সৌম্য সরকার। এনামুল হক বিজয় দ্রুত ফিরলেও, ওপেন করতে নেমে ৩৪ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন এই বাঁহাতি। সৌম্যকে শেষ পর্যন্ত ফেরান রাজশাহীর সাবেক অধিনায়ক শান্ত, তার বলে ক্যাচ দেন সৌম্য। তাঁকে যোগ্য সঙ্গ দেন আফিফ হোসেন, যিনি ৪৫ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের ফিফটির সুবাদে খুলনা বিভাগ ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে।

১৭১ রানের জবাবে শান্তকে সঙ্গে নিয়ে হাবিবুর রহমান সোহান রাজশাহীকে ঝোড়ো শুরু এনে দেন। এই দুই ওপেনারের জুটিতে ১৩ ওভার না যেতেই বোর্ডে আসে ১৪৮ রান। সোহান সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হয়ে গেলে জুটি ভাঙে। ৯৪ রানের জন্য তিনি খরচ করেন মাত্র ৪৫ বল।

এরপর সাব্বির হোসেন দ্রুত বিদায় নিলেও, শান্ত ঠাণ্ডা মাথায় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি নিজে ৩৯ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলেন। প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারার পর এই জয়ের মাধ্যমে এনসিএলে খাতা খুলল শান্তর দল।

রাজশাহী তাদের পরের ম্যাচে আগামী ২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *