দুর্গাপূজা উপলক্ষে ৮ বিশেষ ট্রেন চালু, সাপ্তাহিক ছুটি বাতিল

জাতীয়

ভোরের দূত ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে চার জোড়া (মোট ৮টি) বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন সরকারি ছুটি থাকবে। এছাড়াও, ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে এই সময়ে যাত্রী চাপ ব্যাপক বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

  • সাপ্তাহিক ছুটি প্রত্যাহার: সাপ্তাহিক ছুটি বাতিল হওয়া পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেন দুটি উল্লিখিত তারিখে তাদের নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
  • টিকিট ব্যবস্থা: সাপ্তাহিক ছুটি প্রত্যাহারের দিনগুলোর টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেন দুটির সাপ্তাহিক ছুটি আবার আগের নিয়মে কার্যকর হবে।

পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা পূরণের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত চার জোড়া টুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেনের টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি হবে।

এদিকে, যাত্রী হয়রানি প্রতিরোধে ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং বিনা টিকিটে যাত্রার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য মন্ত্রণালয়ের একটি ভিজিলেন্স টিমও কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *