কুরআন প্রতিযোগিতায় সারাদেশে ১ম স্থান অধিকার করেছে কটিয়াদী’র মুনাজ্জিদ

জাতীয় ধর্ম

আবু সালেহ মো. হামিদুল্লাহ, কটিয়াদী (কিশোরগঞ্জ):
আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে মাত্র ১৩ বছর বয়সে ১ম স্থান অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছে কটিয়াদী পৌর সদরের হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের মাসুদ রানার একমাত্র ছেলে ও কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মেধাবী ছাত্র।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার কুরআনের হাফেজ প্রতিযোগিদের সাথে  অংশগ্রহণ করে ১ম স্থানের মর্যাদা অর্জন করেছে হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ ও কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাজেদুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কটিয়াদী উপজেলা জনবান্ধব ও মানবিক নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এছাড়াও কোর‌আনের পাখিকে সংবর্ধনা দেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ ও পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান ও মুনাজ্জিদের প্রাথমিক স্তরের শিক্ষক নূরুল হকসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *