পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হবে: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি

ভোরের দুত ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার সৃষ্টি হতে পারে, যা দেশকে স্থায়ীভাবে অস্থিতিশীল করবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় বলেন, “পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি হলো দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। যারা কম জনপ্রিয়, তাদের জন্য পিআর লাভজনক।”

সালাহউদ্দিন আরও বলেন, “সংবিধানে স্পষ্টভাবে বলা আছে কোন পদ্ধতিতে ভোট হবে। সংবিধান অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হবে। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে আইনানুগভাবে চলতে হবে।”

জরিপের প্রসঙ্গে তিনি বলেন, “তাতে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী বুঝে না। কিন্তু জামায়াত বলছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এসব বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *